জুলাই গণ-অভ্যুত্থান: স্মৃতির আলোকে নতুন প্রতিজ্ঞার সূচনা

জুলাই গণ-অভ্যুত্থান: স্মৃতির আলোকে নতুন প্রতিজ্ঞার সূচনা

ঢাকা, ১ জুলাই ২০২৫: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ বলেছেন, “স্বৈরাচারের শুরু হওয়ার আগেই যেন আমরা তাকে দমন করতে পারি। যেন আর দীর্ঘ ১৬ বছর অপেক্ষা করতে না হয়।”

আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সহ অনেকে।

এই উপলক্ষে প্রধান উপদেষ্টা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক প্রদান করেন। এছাড়া মাসব্যাপী কর্মসূচির বিস্তারিত সূচি সংবলিত কিউআর কোড উদ্বোধন করা হয় এবং চার মিনিটের একটি ট্রিবিউট ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

প্রফেসর ইউনূস তার বক্তব্যে উল্লেখ করেন, “আমাদের আজকের এই কর্মসূচি কেবল স্মৃতির জন্য নয়, বরং নতুন একটি শপথের প্রতীক। গত জুলাইয়ে দেশের নানা শ্রেণি-পেশার মানুষ যে ঐক্য দেখিয়েছিল, আমরা চাই এবারও সেই ঐক্য আরও শক্তিশালী হোক।”

তিনি বলেন, “এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো জনগণকে তাদের গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে অর্জিত সংস্কারের সুযোগ হারিয়ে না ফেলা।”

এই মাসব্যাপী কর্মসূচিকে ‘জুলাই গণ-অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচি’ আখ্যায়িত করে প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই থেকে আগস্ট পর্যন্ত আমরা গত বছরের প্রতিটি দিনকে স্মরণ করব এবং যে লক্ষ্য নিয়ে ছাত্র, শ্রমিক, রিকশাচালক, সাধারণ মানুষ শহীদ ও আহত হয়েছেন, সেই লক্ষ্য পূরণের জন্য নতুন উদ্যমে শপথ নেব। এই কর্মসূচি প্রতি বছর পালন করা হবে যাতে স্বৈরাচার কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *