
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, গ্রেফতার, হামলা, হত্যা ও ভুয়া মামলার অভিযোগে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর কাছে লিখিত অভিযোগপত্র দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চিঠিতে তিনি উল্লেখ করেন,
নির্বাচনের সময় বিরোধী দলের অনেক সংসদ সদস্য প্রার্থীদের অন্যায়ভাবে মারধর, গুরুতর জখম ও গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ ঘনিষ্ঠ সন্ত্রাসীদের দিয়ে নির্বাচনে ত্রাস সৃষ্টি করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে নস্যাৎ করা হয়। এসব ঘটনায় ২০১৮ সালের তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো ব্যবস্থা না নেওয়ায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
বিএনপি মহাসচিব তার চিঠিতে আরও বলেন, নির্বাচন বিধির আওতায় দোষীদের বিচার এবং অবৈধ সংসদ নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা উচিত।
তিনি নির্বাচন কমিশনের কাছে ন্যায়বিচার ও নিরপেক্ষ নির্বাচন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।