
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের শিমুলতলা থেকে মাদারঘোনা পর্যন্ত চার কিলোমিটার দীর্ঘ একটি সড়কে সিলকোট কাজের অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে।
আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুর-এর একটি এনফোর্সমেন্ট টিম সরেজমিনে পরিদর্শন করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন উক্ত সড়কটির নির্মাণ কার্যক্রম পর্যালোচনা করে। অভিযানে সংশ্লিষ্ট প্রকৌশলীগণের উপস্থিতিতে রাস্তার সিলকোট কাজের সঠিকতা যাচাই করে পরিমাপ গ্রহণ করা হয়।
পরিদর্শন শেষে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। নিরপেক্ষ প্রকৌশলীগণের মূল্যায়ন ও সংগৃহীত নথিপত্র বিশ্লেষণ করে এনফোর্সমেন্ট টিম কমিশনের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
দুদকের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, অনিয়মের বিষয়টি যাচাই করে প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এনফোর্সমেন্ট কার্যক্রমের মাধ্যমে সরকারি অর্থ অপচয় রোধ এবং উন্নয়ন কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে কমিশন সর্বদা তৎপর রয়েছে।