
ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবির (IRIB) প্রধান কার্যালয়ে হামলা চালিয়েছে, এতে অন্তত তিনজন কর্মী প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এই তথ্য নিশ্চিত করে।
আইআরআইবি জানায়, নিহতদের মধ্যে দুজনের পরিচয় প্রকাশ করা হয়েছে— বার্তা সম্পাদক নিমা রেজবপুর এবং সচিবালয় বিভাগের কর্মী মাসুমেহ আজিমি।
সোমবারের ওই হামলার ফলে কিছু সময়ের জন্য টেলিভিশনের সম্প্রচার কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে পুনরায় সম্প্রচার শুরু হয়।
এই হামলার আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেন, ইরানের রাষ্ট্রীয় প্রচারণার মেগাফোন অদৃশ্য হয়ে যাবে। তিনি জানান, তেহরানের জনগণকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়ার পর হামলা চালানো হয়। তাঁর ভাষায়, “ইরানের স্বৈরশাসক যেখানেই থাকুক, তাকে টার্গেট করা হবে।”
এই ঘটনাকে কেন্দ্র করে তেহরানে উত্তেজনা আরও বেড়ে গেছে। ইরান এখন কঠোর প্রতিরক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।