৯৯৯ নম্বরে ফোনে প্রাণ বাঁচল তিনজনের: সড়ক দুর্ঘটনায় চালক আটকে ছিলেন গাড়িতে

৯৯৯ নম্বরে ফোনে প্রাণ বাঁচল তিনজনের: সড়ক দুর্ঘটনায় চালক আটকে ছিলেন গাড়িতে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় ভোর সাড়ে চারটায় একাধিক গাড়ির সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ৯৯৯ নম্বরে ফোন করে একজন সচেতন নাগরিক জানালে দ্রুত উদ্ধার অভিযানে নামে সিরাজদিখান ফায়ার সার্ভিস।

৯৯৯ কনস্টেবল সোহেল মাহমুদ কলটি গ্রহণ করে তাৎক্ষণিকভাবে সিরাজদিখান ফায়ার সার্ভিসকে ঘটনাটি জানিয়ে ব্যবস্থা নেন। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে উদ্ধারকারী দল দেখতে পায়, পদ্মা সেতু থেকে ঢাকামুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪৭৪০৬) নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি গাড়িকে ধাক্কা দেয় এবং ট্রাকটির চালক আটকা পড়ে। এরপর রাস্তায় জ্যাম তৈরি হলে আরেকটি ট্রাক (যশোর ট-১১-২৬০১) দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-২২-২১৭৩) ধাক্কা দিলে পেছনের ট্রাকের চালকও আটকা পড়ে যান।

দ্রুত উদ্ধার কাজ চালিয়ে তিনজনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন:

  • বিপ্লব (১৮)
  • সাইদুল (৩৫)
  • সিয়াম (২২)

সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশনের ইনস্পেক্টর মোঃ আরিফ আনোয়ার নিশ্চিত করেন যে, সময়মতো ৯৯৯-এ ফোন করার কারণেই প্রাণ রক্ষা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *