এয়ারবাস ও মেনজিজ বাংলাদেশে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব চায়

এয়ারবাস ও মেনজিজ বাংলাদেশে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব চায়

ইউরোপীয় বিমান নির্মাতা এয়ারবাস ও ব্রিটিশ এভিয়েশন জায়ান্ট মেনজিজ এভিয়েশন বাংলাদেশে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গলবার লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক সাক্ষাতে প্রতিষ্ঠানদ্বয় তাদের পরিকল্পনার কথা তুলে ধরে।

এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াটার ভ্যান ওয়ার্স জানান, বাংলাদেশকে তারা “মূল অগ্রাধিকারের দেশ” হিসেবে বিবেচনা করছে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে লাভজনক করতে সহায়তার আগ্রহ রাখে। তিনি বলেন, এয়ারবাস শুধু যাত্রীবাহী বিমান নয়, হেলিকপ্টার ও যুদ্ধবিমান তৈরিতেও দক্ষ।

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা সব প্রস্তাব শুনতে আগ্রহী, তবে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করব না। বিষয়গুলো নতুনভাবে বিশ্লেষণ করতে হবে।”

ভ্যান ওয়ার্স আরও জানান, বাংলাদেশ যদি এয়ারবাস বিমান বহরে যুক্ত করে, তবে প্রকল্পের ৮৫% অর্থায়ন ইসিএ (Export Credit Agency)-এর মাধ্যমে পাওয়া যেতে পারে।

অন্যদিকে, মেনজিজ এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি জানান, তাদের প্রতিষ্ঠান বিশ্বের ৩০০+ বিমানবন্দরে অভিজ্ঞতা সঞ্চয় করেছে এবং তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং ও এয়ার কার্গো সেবা দিতে আগ্রহী।

ওয়াইলি আরও জানান, সুযোগ পেলে তারা ঢাকাকে একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তুলবেন, যেখানে তাদের বৈশ্বিক ৬৫ হাজার কর্মী প্রশিক্ষণ নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *