চান্দ্রা ইউনিয়নে যুবসমাজের মাঝে ঈদুল আযহা উপলক্ষে প্রীতি ফুটবল খেলা সম্পন্ন।

মোঃ আল আমিন রনি, দেশীবার্তা, চাঁদপুর প্রতিনিধি, ১০জুন ২০২৫।

চান্দ্রা ইউনিয়নে যুবসমাজের মাঝে ঈদুল আযহা উপলক্ষে প্রীতি ফুটবল খেলা সম্পন্ন।
চান্দ্রা ইউনিয়নে যুবসমাজের মাঝে ঈদুল আযহা উপলক্ষে প্রীতি ফুটবল খেলা সম্পন্ন।

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে দীর্ঘদিন পর এলাকার যুব সমাজের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রীতি ফুটবল খেলা সম্পন্ন হয়।

১০ জুন মঙ্গলবার বিকালে চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের মাঠে সিনিয়র ও জুনিয়র একাদশে বিভক্ত হয়ে প্রীতি ম্যাচে অংশ নেয়। খেলা শেষে উভয় দলের মাঝে গোল শূন্য ড্র হয়। পরে উভয় দলকে চ্যাম্পিয়ন করে পুরস্কার প্রদান করা হয়।

উক্ত খেলার প্রধান অতিথি ১২ নং চান্দ্রা ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোর্শেদ আলম মাষ্টার, সহ-সভাপতি ফারুক আখন, সাব্বির মিয়া, সৌদি আরবের রিয়াদ শাখার বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন গাজী, কৃষক দলের সাধারণ সম্পাদক মোক্তার রাড়ি, যুবদলের সাংগঠনিক সম্পাদক বাতেন জমাদার, ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সগির আহমেদ পাটওয়ারী প্রমুখ। মাঠে খেলা পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক শহীদ মিয়া। খেলায় মাঠের কানায় কানায় দর্শকের উপস্থিত দেখা যায়।

প্রধান অতিথি বিল্লাল হোসেন পাটওয়ারী বলেছেন বিগত ১৭ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশক্রমে প্রতিটি ইউনিয়নে ফুটবল প্রতিযোগিতারনঅংশ হিসেবে আমাদের এই আয়োজন। খেলাধুলার মাধ্যমে তরুণদেরকে মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *