গুলিস্থানে জাল টাকা সহ তিনজন আটক, পরিকল্পনায় ছিল ঈদের বাজারে ছড়ানো

রাজধানীর ব্যস্ত গুলিস্থান এলাকায় অভিযান চালিয়ে জাল টাকার এক বিশাল চালানসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- মোঃ সাগর (৩০), মোঃ আল আমিন হাওলাদার (২৮) ও বাবু মাতব্বর (৫৪)।

ডিবি-ওয়ারী বিভাগের বিশেষ টিম গোপন সূত্রে খবর পায় যে, কয়েকজন ব্যক্তি এক লক্ষ টাকার জাল নোটসহ গুলিস্থান শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে ডিবির সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ ইউনিট অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি— ঘটনাস্থল থেকেই তাদের হাতেনাতে আটক করা হয়।

তল্লাশির সময় তাদের কাছ থেকে এক লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকা ছড়িয়ে অর্থ উপার্জনের অপচেষ্টা চালিয়ে আসছিল। দেশের বিভিন্ন জেলা ও রাজধানীর দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠানে তারা এসব জাল টাকা সরবরাহ করত। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বড় আকারে জাল নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল তাদের।

তদন্তে জানা গেছে, মোঃ সাগরের বিরুদ্ধে শাহআলী থানায়, আল আমিনের বিরুদ্ধে মিরপুর মডেল, পটুয়াখালীর দশমিনা ও শ্যামপুর থানায় এবং বাবু মাতব্বরের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *