৯৯৯ নম্বরে কল, আত্মসাৎ করা সরকারি চাল উদ্ধার – গ্রেফতার দুইজন

জামালপুরের ইসলামপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনের ভিত্তিতে একটি রাইস মিল থেকে বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। অভিযানে জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১ জুন ২০২৫) রাত সাড়ে ১১টার দিকে গাওকুড়া এলাকা থেকে একজন নাগরিক ৯৯৯-এ ফোন করে জানান, আসাদ-ঢালী রাইস মিলে সরকারি চাল মজুদ করে বিক্রয়ের প্রস্তুতি চলছে। কলটি গ্রহণ করেন কনস্টেবল রুহুল আমিন, যিনি তাৎক্ষণিকভাবে ইসলামপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ও ইসলামপুর উপজেলার ইউএনও যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে মিলের ভেতর থেকে ২০৬ বস্তায় ভরা মোট ১০,২০০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়। এসব চাল বিক্রয়ের উদ্দেশ্যে সরকারিভাবে ব্যবহৃত বস্তা পরিবর্তন করে ‘নুরজাহান’ লেখা সাদা-লাল রঙের বস্তায় ভরা হচ্ছিল।

গ্রেফতারকৃতরা হলেন:
১. আরিফ মাহমুদ (৫০), রাইস মিল মালিক, বাহাদুরপাড়া, ইসলামপুর, জামালপুর
২. মোঃ সভা আলী (৫০), সিরাজবাদ, ইসলামপুর, জামালপুর

তাদের কাছ থেকে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত বস্তাও উদ্ধার করা হয়েছে। তারা আত্মসাৎকৃত চালের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ ঘটনায় ইসলামপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *