চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলা, আহত ১২

চট্টগ্রামে ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে আবারও সহিংসতার ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৮ মে ২০২৫) বিকেল সাড়ে তিনটার দিকে নগরের জামালখান এলাকায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন আহত হন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনাস্থলে উপস্থিতদের বরাতে জানা যায়, জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের যুদ্ধাপরাধ মামলায় খালাসের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে গণতান্ত্রিক ছাত্র জোট। কর্মসূচি শুরুর পরপরই ‘শাহবাগবিরোধী ঐক্য’ ব্যানারে আরেকটি দল সেখানে উপস্থিত হয়ে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে পুলিশ দুই পক্ষকে আলাদা করার চেষ্টা করে, কিন্তু উত্তেজনা চরমে পৌঁছালে ছাত্র জোটের কর্মীদের ওপর হামলা চালানো হয়।

এই হামলায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি রিপা মজুমদার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক শ্রীকান্ত বিশ্বাস এবং অর্থ সম্পাদক সুদীপ্ত গুহ গুরুতর আহত হন। এছাড়াও আহত হয়েছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি সাইদুল হক, সহসভাপতি এ্যানি চৌধুরী, ঢাকা নগরের সংগঠক তানভীর হোসেন, চট্টগ্রাম শাখার সভাপতি ধ্রুব বড়ুয়া, ইউএসটিসির সংগঠক সৌমেন, নগর শাখার অর্থ সম্পাদক অর্পিতা নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগঠক রিশাদ আমিন, ইশান বড়ুয়া ও শফিক ইসলাম। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার সময় শাহবাগবিরোধী ঐক্যের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জুলাই ঐক্য চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী আবরার হাসান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তওসিফ ইমরোজ। তবে তাঁরা দাবি করেছেন, হামলার সময় তাঁরা সেখানে উপস্থিত ছিলেন না এবং ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে আসেন।

হামলার ঘটনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সহসভাপতি পুষ্পিতা নাথ জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হামলাকারীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয় এবং সঠিকভাবে প্রতিরোধ করেনি।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম মন্তব্য করতে রাজি হননি।

এই ঘটনার নিন্দা জানিয়েছেন বিভিন্ন বাম সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতাকে দমন করতেই এই হামলা চালানো হয়েছে এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *