রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় পৃথক মিছিল নিয়ে মুখোমুখি হয় দুই ছাত্র সংগঠন—‘শাহবাগবিরোধী ছাত্র ঐক্য মঞ্চ’ ও ‘গণতান্ত্রিক ছাত্রজোট’। পরিবহন চত্বর ও শহীদ বুদ্ধিজীবী চত্বর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় শাহবাগবিরোধী ছাত্র ঐক্য মঞ্চের পক্ষ থেকে ‘শাহবাগীদের বিচারের’ দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। একই সময়ে গণতান্ত্রিক ছাত্রজোট মশাল মিছিল শুরু করে। এক পর্যায়ে দুটি মিছিল একে অপরের মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়।
শাহবাগবিরোধী মিছিল থেকে ‘শাহবাগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘বিচার চাই, শাহবাগীদের বিচার চাই’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়। সংগঠনটির আহ্বায়ক রাকিবুল ইসলাম বলেন, “রাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা আগেও ফ্যাসিবাদ কায়েম করেছিল, তারা আবারও মাঠে নামছে। আমাদের শান্তিপূর্ণ মিছিলে তারা হামলা চালায়।”
অন্যদিকে ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিবুল ইসলাম দাবি করেন, “আমরা জামায়াত নেতা আজহারের মুক্তির প্রতিবাদে শান্তিপূর্ণ মশাল মিছিল করছিলাম। তখন শাহবাগবিরোধী মিছিলের অংশগ্রহণকারীরা আমাদের ওপর হামলা চালায়। ওই মিছিলে শিবিরের নেতাকর্মীরাও ছিল।”
উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি না থাকায় উত্তেজনা কিছু সময় স্থায়ী ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।