সরকারি চাকরি সংশোধনী অধ্যাদেশ নিয়ে আলোচনা, একদিনের জন্য আন্দোলন স্থগিত

সরকারি চাকরি সংশোধনী অধ্যাদেশ বাতিলের দাবিতে চলমান আন্দোলনকারীরা একদিনের জন্য তাদের কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের দায়িত্বপ্রাপ্ত সচিবদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তে উপনীত হন আন্দোলনরত কর্মকর্তা ও কর্মচারীরা।

ফলে আগামীকাল বুধবার সচিবালয়ের সব দাফতরিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হবে বলে জানা গেছে। এদিন আলোচনায় অংশ নেওয়া সচিবরা আন্দোলনকারীদের দাবি ও মতামত মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদকে জানাবেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ২টার দিকে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারি পক্ষ থেকে স্থানীয় সরকার এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত ছিলেন।

এর আগে সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদের নেতৃত্বে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে কয়েকজন সচিব অংশ নেন। ওই বৈঠকে সরকারি চাকরি সংশোধনী অধ্যাদেশ পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এরপর কর্মচারীদের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয় ভূমি সচিবকে।

উল্লেখ্য, গত ২৪ মে শনিবার থেকে সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে লাগাতার আন্দোলনে রয়েছেন। আজ মঙ্গলবার ছিল তাদের আন্দোলনের চতুর্থ দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *