বাংলাদেশের কুষ্টিয়া শহরে গোপন অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী শীর্ষ দুই সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার ভোর পাঁচটা থেকে সকাল আটটার মধ্যে কালীশংকরপুর এলাকার সোনার বাংলা মসজিদের পাশে অবস্থিত একটি তিনতলা ভবনে এই অভিযান পরিচালিত হয়। এ সময় মোট আটজনকে আটক করা হয়, যাদের মধ্যে সুব্রত বাইন ও মোল্লা মাসুদ অন্যতম।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়, অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং আজ বিকেল ৫টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে।
তবে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, তারা বিষয়টি শুনেছেন কিন্তু কারা, কখন ও কোথা থেকে গ্রেপ্তার করেছে তা নিশ্চিতভাবে জানেন না। এই অভিযানে জেলা পুলিশ অংশ নেয়নি বলেও তিনি জানান।

জানা গেছে, অভিযানে লক্ষ্যবস্তু ছিল ভবনের নিচতলা। মেস হিসেবে ব্যবহৃত এই ভবনের দোতলা ও তিনতলায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাড়া থাকতেন। শিক্ষার্থীদের ভাষ্যমতে, নিচতলাটি প্রায় দেড় মাস আগে ভাড়া নেওয়া হয় এবং সেখানকার বাসিন্দাদের খুব একটা দেখা যেত না। কেউ কখনো সুব্রতকে দেখেনি, তবে মোল্লা মাসুদকে দিনে তিন বেলা খাবার আনতে দেখা যেত।
উল্লেখ্য, নব্বইয়ের দশকে রাজধানী ঢাকার অপরাধ জগতে সুব্রত বাইন একটি পরিচিত নাম হয়ে উঠেছিল। তিনি দরপত্র নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও এলাকাভিত্তিক আধিপত্য বিস্তারে সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে একাধিক খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।