দেশব্যাপী কারিগরি শিক্ষার উন্নয়নের দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে আন্দোলন চালিয়ে আসছিলেন। তাদের উত্থাপিত ৬ দফা দাবির বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে গুরুত্ব সহকারে বিবেচনায় নেওয়া হয়।
সোমবার (২৬ মে) বিকেলে সচিবালয়ে শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলামের সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা, আইডিইবির প্রতিনিধিরা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে সচিব জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ৮ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়, যারা ইতোমধ্যে চারবার বৈঠক করেছে এবং সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে। সেই সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় মন্ত্রণালয় ও দপ্তরে চিঠি প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, শিক্ষার্থীদের অধিকাংশ দাবি ইতোমধ্যে বাস্তবায়নের পথে রয়েছে এবং সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
আলোচনার পর উপস্থিত শিক্ষার্থী প্রতিনিধি শাহজালাল আহমেদ জানান, সচিবের আশ্বাস ও ইতিবাচক মনোভাব দেখে তারা আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন এবং পুনরায় ক্লাসে ফিরে গেছেন।
তিনি আরও বলেন, “আমরা এমন কোনো কর্মসূচি নেব না যাতে জনদুর্ভোগ তৈরি হয়। সচিব স্যারের আন্তরিকতা আমাদের আশাবাদী করেছে।”
তবে আন্দোলন পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি সোজাসুজি উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।