পিএসএল ফাইনালে ইতিহাস গড়ে শিরোপা জিতলো লাহোর কালান্দার্স

লাহোর, ২৫ মে ২০২৫:
রবিবার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এবারের HBL পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর জমজমাট ফাইনাল। রোমাঞ্চকর শেষ ওভারে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ছয় উইকেটে হারিয়ে টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয়বারের মতো শিরোপা জিতে নেয় লাহোর কালান্দার্স।

২০২ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতেই ম্যাচ শেষ করে লাহোর। এটি টি-টোয়েন্টি ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার একটি রেকর্ডও বটে।

লাহোরের জয়ের নায়ক ছিলেন কুশল পেরেরা, যিনি ৩১ বলে অপরাজিত ৬২ রান করেন। সিকান্দার রাজার সঙ্গে তার ১৯ বলে ৫৯ রানের জুটি জয় নিশ্চিত করে দেয় কালান্দার্সের। ম্যাচের শেষ ওভারে ১৩ রান দরকার থাকলেও রাজা এক ছক্কা ও এক চারে ম্যাচ শেষ করে দেন।

ম্যাচ সেরা পারফরম্যান্স:

  • কুশল পেরেরা: ৩১ বলে ৬২ রান (৫ চার, ৪ ছক্কা)
  • সিকান্দার রাজা: ৭ বলে ২২ রান (১ চার, ১ ছক্কা)
  • মোহাম্মদ নাঈম: ২৭ বলে ৪৬ রান (৬ ছক্কা, ১ চার)

এর আগে, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স নির্ধারিত ২০ ওভারে ২০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন হাসান নওয়াজ। তিনি ছাড়াও আভিশকা ফার্নান্দো, রাইলি রুশো ও দীনেশ চান্দিমাল গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

লাহোরের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। তিনি ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন।

পুরস্কার ও স্বীকৃতি:

  • চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স পেয়েছে $৫০০,০০০ ডলার
  • রানার্সআপ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স পেয়েছে $২০০,০০০ ডলার
  • শাহীন আফ্রিদি হয়েছেন টুর্নামেন্টের সেরা বোলার (১৯ উইকেট)
  • হাসান নওয়াজ হয়েছেন সেরা ব্যাটসম্যান

এই জয়ের মাধ্যমে লাহোর কালান্দার্স পিএসএলের দশ বছরের ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে তিনবার শিরোপা জিতল, ইসলামাবাদ ইউনাইটেডের পরেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *