ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান দর্শকদের ভালোবাসায় পার করলেন তাঁর ক্যারিয়ারের ২৫টি বছর। এই দীর্ঘ পথচলায় তিনি স্মরণ করেছেন পরিচালক, প্রযোজক, সহকর্মী, কলাকুশলী, সাংবাদিক এবং তাঁর অগণিত ভক্ত—সবাইকে।
অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে শাকিব খান বলেন,
“দর্শকদের ভালোবাসা নিয়ে ক্যারিয়ারের ২৫ বছর পার করেছি। ইনশাআল্লাহ, এমন জাঁকজমক আয়োজনের মাধ্যমে ৫০ বছরও পূর্ণ করার ইচ্ছে আছে। হয়তো তখন আমার দেশের সিনেমা পৃথিবীময় ডমিনেট করবে।”
তিনি ধন্যবাদ জানিয়েছেন তাঁর পাশে থাকা সবাইকে—
“আন্তরিক ধন্যবাদ জানাই আমার সমস্ত পরিচালক, প্রযোজক, সহকর্মী, টেকনিসিয়ানস, কলাকুশলী ও সংবাদমাধ্যমের ভাই-বোন এবং বন্ধুদের। মেরিল প্রথম আলোকেও ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য।”
সবচেয়ে আবেগঘন অংশটি ছিল তাঁর ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ।
“অনেক অনেক ভালোবাসা রইলো শাকিবিয়ানদের প্রতি, যাদের অনন্ত ভালোবাসায় আমি সিক্ত হয়ে আসছি ২৬ বছর ধরে। যাদের ভালোবাসা আমার মাথার তাজ হয়ে আছে, যাদের ভালোবাসাই আমার জীবনের অন্যতম প্রাপ্তি। আপনারা যেমন আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের একইভাবে ভালোবাসি। আমাদের এই ভালোবাসা চলবে, সূর্য যতদিন জ্বলবে—এই ভালোবাসা, অনন্ত ভালোবাসা।”
শাকিব খানের এই হৃদয়ছোঁয়া বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। সবাই কামনা করছেন, শাকিব খান আরও দীর্ঘ সময় ধরে বাংলা সিনেমার উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকুন।