ডিআরএস ছাড়াই চলছে পিএসএল

বিরতির পর আবার মাঠে গড়িয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবে এবারের আসরে প্রযুক্তিগত একটি গুরুত্বপূর্ণ উপাদান—ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)—ব্যবহার করা যাচ্ছে না। এর পেছনে রয়েছে কর্মীবলের ঘাটতি। মূলত ডিআরএস পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিকর্মীরা পাকিস্তানে ফিরতে অনাগ্রহী হওয়ায় এই সংকট তৈরি হয়েছে।

ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারণে পিএসএল কিছুদিনের জন্য স্থগিত ছিল। ১৭ মে থেকে পুনরায় খেলা শুরু হলেও ডিআরএস ছাড়াই ম্যাচ পরিচালনা করতে হচ্ছে। জানা গেছে, যেসব প্রযুক্তিকর্মী আগে এই দায়িত্বে ছিলেন, তাদের অধিকাংশই ভারতীয় এবং বর্তমানে তারা পাকিস্তানে ফিরে যেতে রাজি নন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়েছিল পিএসএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিতে। প্রাথমিকভাবে এ নিয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত আমিরাত ক্রিকেট বোর্ড আয়োজনে সম্মতি দেয়নি। তাই লিগের সব ম্যাচই পাকিস্তানেই অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *