বাংলাদেশ বাতিল করলো ভারতের সঙ্গে ২১০ লাখ ডলারের সামরিক চুক্তি

ভারতের পশ্চিমবঙ্গের একটি প্রতিরক্ষা নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলারের টাগ বোট কেনার চুক্তি বাতিল করেছে বাংলাদেশ সরকার। শুক্রবার দেশটির একাধিক প্রথম সারির গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে।

জানা গেছে, কলকাতা-ভিত্তিক গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই) নামের কোম্পানিটির কাছ থেকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি টাগ বোট কেনার কথা ছিল। চুক্তির মূল্য ছিল প্রায় ১৮০ কোটি ভারতীয় রুপি।

তবে সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশি পণ্যের ওপর ট্রানজিট নিষেধাজ্ঞা আরোপের পরিপ্রেক্ষিতে চুক্তিটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয় বলে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে। ভারত তাদের উত্তর-পূর্বাঞ্চলের ‘সেভেন সিস্টার্স’ অঞ্চলকে ঘিরে বাংলাদেশের ওপর নির্ভরশীলতা বৃদ্ধির আশঙ্কা করছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সমুদ্রপথে চীনের ব্যবসায়িক প্রসার নিয়ে উত্থাপিত প্রস্তাব নিয়েও নয়াদিল্লিতে উদ্বেগ তৈরি হয়।

ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে, হিন্দু বিজনেস লাইন এবং এনডিটিভি জানিয়েছে, চুক্তি বাতিলের সিদ্ধান্তটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। জিআরএসই কর্তৃপক্ষও বিষয়টি স্বীকার করে বলেছে, পারস্পরিক আলোচনা শেষে এ সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে চুক্তিটি সই হয়েছিল, যা ছিল ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা ঋণচুক্তির আওতায় প্রথম বড় কোনো ক্রয়াদেশ। ২০২৩ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের প্রতিরক্ষা ঋণচুক্তি হয়, যার অংশ হিসেবে টাগ বোটটির আদেশ দেয়া হয়েছিল।

ভারতীয় অর্থায়নে বাংলাদেশের বেশ কিছু অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন হয়েছে, যেগুলোর সূচনা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কালে। ভারতের ইটিভির তথ্য অনুযায়ী, গত আট বছরে বাংলাদেশকে লাইন অব ক্রেডিটের আওতায় ৮ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে নয়াদিল্লি।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে, এনডিটিভি, হিন্দু বিজনেস লাইন, ইটিভি ভারত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *