কাশ্মিরে প্রাণঘাতী হামলার পর পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। এ সিদ্ধান্তের মাধ্যমে প্রতিবেশী দেশটিকে চাপে ফেলতে চায় নয়াদিল্লি।
গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে এক বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই হিন্দু তীর্থযাত্রী ছিলেন। এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। যদিও ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করেছে।
এই প্রেক্ষাপটে রাজস্থানে এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে—তা হবে সেনাবাহিনী, অর্থনীতি কিংবা পানি– সব দিক থেকেই।”
সিন্ধু চুক্তির আওতায় ভারতের উত্তরাঞ্চলীয় তিনটি নদী দিয়ে পাকিস্তানে কৃষির জন্য পানি সরবরাহ করা হতো, যা দেশটির চাষাবাদের ৮০ শতাংশের জন্য গুরুত্বপূর্ণ। চুক্তি স্থগিতের ফলে ভবিষ্যতে পাকিস্তানের কৃষি ও অর্থনীতিতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে পাকিস্তানের অর্থমন্ত্রী জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে এর বড় প্রভাব পড়বে না। বর্তমানে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি বজায় থাকলেও, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, “যদি ভবিষ্যতে এমন হামলা আবার ঘটে, তাহলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে—প্রয়োজনে পাকিস্তানের ভেতরে ঢুকেও।”
স্বাধীনতা-উত্তর সময়ে কাশ্মির নিয়ে বহুবার উত্তেজনায় জড়িয়েছে ভারত-পাকিস্তান। এবারের ঘটনাও দুই দেশের সম্পর্ককে আবারো তলানিতে নিয়ে গেছে।