চাঁদপুরে বিএনপি-জামায়াতের ৬৪ নেতাকর্মী মামলা থেকে খালাস ।

চাঁদপুরে বিএনপি-জামায়াতের ৬৪ নেতাকর্মী মামলা থেকে খালাস ।
চাঁদপুরে বিএনপি-জামায়াতের নেতাকর্মী ।

চাঁদপুর সদর মডেল থানার দুই রাজনৈতিক মামলায় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৬৪ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (২১ মে) চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামসুন্নাহার সাক্ষ্য-প্রমাণের অভাবে এই রায় দেন।

একটি মামলা হয় ২০১৫ সালে ট্রাকে আগুন দেওয়ার অভিযোগে, অপরটি ২০১৮ সালে ককটেল বিস্ফোরণ ও উসকানিমূলক স্লোগান দেয়ার অভিযোগে। দুই মামলাতেই আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়নি।

খালাসপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক সলিম উল্যাহ সেলিম, জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, যুবদল নেতা নুরুল আমিন আকাশসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *