কুমিল্লা ও ফেনী সীমান্ত দিয়ে ৫২ বাংলাদেশিকে পুশ ইন করল বিএসএফ, আটক করেছে বিজিবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কুমিল্লা ও ফেনী সীমান্ত দিয়ে নারী, শিশু ও পুরুষসহ ৫২ বাংলাদেশিকে অবৈধভাবে বাংলাদেশে পাঠিয়েছে। বৃহস্পতিবার (২২ মে) ভোরে এসব পুশ ইন কার্যক্রম সংঘটিত হয় বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, ভোর ৪টার দিকে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত দিয়ে ১৩ জন বাংলাদেশিকে বাংলাদেশ ভূখণ্ডে ঢুকিয়ে দেয় বিএসএফ। বিজিবির টহল দল বিষয়টি টের পেয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছে তিনজন পুরুষ, তিনজন নারী ও সাতজন শিশু। তারা মূলত ঠাকুরগাঁও, রংপুর ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

আটক ব্যক্তিরা জানায়, তারা ভারতে অবস্থান করছিলেন এবং সেখান থেকে বিএসএফ জোরপূর্বক পুশ ইন করেছে। বর্তমানে বিজিবির হেফাজতে তাদের রাখা হয়েছে এবং পরিচয় যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

একই দিন, ফেনীর ফুলগাজী উপজেলার নোয়াপুর সীমান্ত দিয়ে আরও ৩৯ জন বাংলাদেশিকে বাংলাদেশে পাঠায় বিএসএফ। বিজিবি সদস্যরা তাদেরও আটক করে। কর্মকর্তারা জানান, রাতের আঁধারে এই অনুপ্রবেশ ঘটানো হয়, যা আন্তর্জাতিক সীমান্ত নিয়মের লঙ্ঘন।

বিজিবি সূত্র বলছে, বিষয়গুলো নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনায় যাতে পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *