বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: ঢাকায় এশিয়ান কাপ বাছাই ম্যাচ, টিকিট বিক্রি শুরু ২৪ মে

আগামী ১০ জুন, ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। এই ম্যাচে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো দেশের মাঠে খেলবেন দুই ফুটবলার হামজা চৌধুরীশমিত শোম। দর্শকদের জন্য টিকিটের দাম শুরু হচ্ছে ৪০০ টাকা থেকে, সর্বোচ্চ দাম ৫ হাজার টাকা

বুধবার (২১ মে) এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশনস কমিটি বিষয়টি নিশ্চিত করেছে। কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানিয়েছেন, ২৪ মে শনিবার দুপুর ১২টা থেকে অনলাইনে Tickify.live ওয়েবসাইটে টিকিট পাওয়া যাবে।

টিকিট সংগ্রহের নিয়ম:
Tickify-এর কর্মকর্তা ইফতেখার ইফতি জানান, ওয়েবসাইটে গিয়ে দর্শকদের নাম, মোবাইল নম্বর ও ইমেইল দিয়ে নিবন্ধন করতে হবে। তারপর পছন্দের গ্যালারি ও সিট বেছে নিয়ে ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করে টিকিট সংগ্রহ করা যাবে। পেমেন্ট শেষ হলে ইমেইলে টিকিট পাঠিয়ে দেওয়া হবে।

টিকিটের ক্যাটাগরি ও দাম:

  • সাধারণ গ্যালারি: ৪০০ টাকা
  • ক্লাব হাউজ-২: ২,০০০ টাকা
  • ক্লাব হাউজ-১ ও ভিআইপি-২, ভিআইপি-৩: ২,৫০০ টাকা
  • স্কাই ভিউ: ৩,০০০ টাকা
  • ভিআইপি-১ বক্স: ৪,০০০ টাকা
  • হসপিটালিটি বক্স ও করপোরেট বক্স: ৫,০০০ টাকা

মোট ১৮,৩০০টি টিকিট বিক্রির পরিকল্পনা করেছে বাফুফে, যা ৯টি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

প্রসঙ্গত, এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। অপরদিকে সিঙ্গাপুরও হংকংয়ের সঙ্গে ড্র করায়, ‘সি’ গ্রুপের চার দলেরই এখন ১ পয়েন্ট করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *