রাঙামাটিতে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

রাঙামাটি শহরের ভেদভেদী সার্ভার স্টেশন এলাকায় স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য ভাঙচুরের শিকার হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেল থেকে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা ব্যানারে সংগঠিত একদল শিক্ষার্থী ও নাগরিক এই কাজ শুরু করে।

তারা জানায়, এর আগে তারা প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছিল ভাস্কর্য অপসারণের জন্য। তবে কোনো সাড়া না পেয়ে তারা নিজেরাই ‘ফ্যাসিবাদের প্রতীক’ হিসেবে চিহ্নিত করা ওই ভাস্কর্যটি অপসারণে উদ্যোগ নেয়।

রাঙামাটি সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. ইমাম হোসাইন বলেন, “৯ মাস ধরে প্রশাসনের কাছে আবেদন জানিয়ে কোনো ফল পাইনি। তাই বাধ্য হয়ে আমরা নিজেরাই ব্যবস্থা নিচ্ছি।”

বিক্ষোভের অংশ হিসেবে বিকেলে ‘মার্চ ফর ফ্যাসিবাদী আইকন’ নামক একটি কর্মসূচি ভেদভেদী বাজার থেকে শুরু করে সার্ভার স্টেশনের সামনে অবস্থান নেয়। তিন ঘণ্টা অবস্থান করার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না আসায় ভাস্কর্য ভাঙা শুরু করে তারা।

জাতীয় নাগরিক পার্টির রাঙামাটি জেলা সদস্য ওয়াহিদুজ্জামান রোমান বলেন, “এই মূর্তির অপসারণ রাঙামাটিকে কলঙ্কমুক্ত করবে।”

এর আগে ১৫ মে রাতে রাঙামাটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্র-জনতা আরও ১২ ঘণ্টার চূড়ান্ত সময়সীমা দেয় প্রশাসনকে। তাদের বক্তব্য, এই আন্দোলন শুধুমাত্র একটি ভাস্কর্যের বিরুদ্ধে নয়, এটি একটি বৃহত্তর প্রতিবাদ—স্বৈরতন্ত্র, দমন-পীড়ন ও আধিপত্যবাদের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *