বাংলাদেশ জাতীয় দলের হয়ে ২৫ মার্চ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছিলেন হামজা চৌধুরী। ওই ম্যাচে জাতীয় দলের অনেক খেলোয়াড়ের সঙ্গে সখ্য গড়ে ওঠে শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারের। তাদের মধ্যে একজন সাদ উদ্দিন, যিনি হামজার মতোই সিলেটের বাসিন্দা।
তবে সাদ এবার পড়েছেন বড় শাস্তির মুখে। বসুন্ধরা কিংসের হয়ে খেলতে গিয়ে ম্যাচ অফিসিয়ালকে ধাক্কা দেওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে। বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ মে কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যকার ম্যাচে ম্যাচ কমিশনার সুজিত ব্যানার্জিকে ধাক্কা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৪ মে অনুষ্ঠিত বাফুফের শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত তিনি বাফুফে আয়োজিত কোনো ম্যাচে অংশ নিতে পারবেন না। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও গুনতে হবে।
যদিও নিষেধাজ্ঞার সময় ছয় মাস, তবে চলতি মৌসুমে কিংসের হাতে রয়েছে আর মাত্র চারটি ম্যাচ। এই চার ম্যাচেই কেবল মাঠের বাইরে থাকতে হবে সাদকে। এরপর জুলাই থেকে শুরু হবে দলবদলের সময়। নতুন মৌসুম শুরু হতে পারে অক্টোবর বা নভেম্বরে। শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে তার, যা করলে শাস্তি কিছুটা হ্রাস পেতে পারে।
জাতীয় দলে নিয়মিত সদস্য সাদ উদ্দিন ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলতে পারবেন। জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার পছন্দের ডিফেন্ডারদের মধ্যে তিনি অন্যতম। তবে প্রিমিয়ার লিগে আবাহনীর বিপক্ষে ম্যাচে মেজাজ হারানোয় তাকে ভুগতে হচ্ছে।
একই ম্যাচে বসুন্ধরা কিংসের সহকারী কোচ মাহবুব হোসেন রক্সিকে অশালীন আচরণের কারণে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বুধবার অনুষ্ঠিত বাফুফের শৃঙ্খলা কমিটির সভায় আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। কিংস অ্যারেনায় দর্শকদের শৃঙ্খলাবহির্ভূত আচরণের কারণে পরবর্তী ছয়টি হোম ম্যাচ দর্শকশূন্য রাখার সিদ্ধান্ত স্থগিতভাবে দেওয়া হয়েছে। আগামী ছয় মাসে যদি আবার শৃঙ্খলা ভঙ্গ হয়, তবে সেই শাস্তি কার্যকর হবে।
এছাড়া চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) রেফারিকে মারধরের ঘটনায় সিটি ক্লাবকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই ক্লাবের গোলকিপার শাহ আলমসহ আরও চার খেলোয়াড়কে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
ওয়ারী ক্লাব ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকেও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, তাদের কয়েকজন খেলোয়াড়কেও শাস্তির আওতায় আনা হয়েছে।