হাইমচরে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

চাঁদপুর জেলা প্রতিনিধ মোঃ আল আমিন রনি

হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়-এর সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সরকারি বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত কর্মকর্তারা উপজেলার আইন-শৃঙ্খলার স্থিতিশীলতা বজায় রাখা, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে নিজ নিজ দপ্তরের কর্মপরিকল্পনা তুলে ধরেন। সভাপতি তার বক্তব্যে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে সকল দপ্তরকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কে এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকার, ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক, হাইমচর থানা অফিসার ইনচার্জের (ওসি) পক্ষে পুলিশ অফিসার সমির কুমার, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলাম।এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জনস্বার্থে উপজেলার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে নিয়মিত তদারকি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত সমাপ্ত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *