স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।
প্রেস সচিব বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। পাশাপাশি তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
তিনি আরও জানান, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে বিএনপি যে ধরনের ব্যবস্থা প্রত্যাশা করবে, সরকার তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
বিস্তারিত আসছে… ………………..