নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণে বাধা সৃষ্টি করছে আ. লীগ নেতারা

সাঘাটা উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা

Awami League Leaders Obstruct Riverbank Embankment Construction

গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্থানীয়দের বাধার মুখে ব্রহ্মপুত্র নদের ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজ কার্যত স্থবির হয়ে পড়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে আগে থেকেই প্রকল্পের অগ্রগতি ছিল অত্যন্ত ধীর। তার ওপর প্রকল্প এলাকার সামনে থাকা ঘরবাড়ি, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা অপসারণে বাধা দেওয়ায় নদীতীর রক্ষা কাজ বাস্তবায়নে নতুন করে জটিলতা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলাকে ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙনের হাত থেকে রক্ষার লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড নদী শাসন প্রকল্প গ্রহণ করে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা প্রকল্পের কাজ শুরু হয়। তবে প্রায় এক যুগ ধরে চলমান এই প্রকল্পটি প্রশাসনিক নানা কারণ দেখিয়ে দীর্ঘ সময় বন্ধ রেখেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।

অত্যন্ত ধীরগতির কারণে প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে শুরু থেকেই সংশয় প্রকাশ করে আসছেন এলাকাবাসী। এরই মধ্যে প্রকল্পের ৩ ও ৪ নম্বর প্যাকেজের আওতায় সাঘাটা উপজেলার মুন্সিরহাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা আজাদুল ও মোনারুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি প্রকল্প এলাকায় অবস্থিত ঘরবাড়ি ও দোকানপাট সরাতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এসব স্থাপনা অপসারণ না হওয়ায় নদী শাসন কাজ পরিচালনায় মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান বিজে টেক্সটাইল লিমিটেডের প্রকৌশলী আসাদ মিয়া জানান, নির্ধারিত স্থানে ঘরবাড়ি ও দোকানপাট না সরানো হলে সিসি ব্লক স্থাপনের কাজ এগিয়ে নেওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুম শুরুর আগেই কাজ শেষ করা না গেলে সাঘাটার বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এতে এলাকাবাসী প্রকল্পের কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হবে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, প্রকল্প বাস্তবায়নের সময় এ ধরনের প্রতিবন্ধকতা মাঝেমধ্যে দেখা দেয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

এদিকে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর জানান, আগামী এক সপ্তাহের মধ্যে সব অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *