স্টাফ রিপোর্টার, দেশী বার্তা।

চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নে সম্পত্তিগত বিরোধে অসহায় পরিবারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত ৩ ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইসলামপুর গাছতলা এলাকায় এই ঘটনা ঘটে।
এতে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন, সুমন তালুকদার (৫৫), মনি বেগম (৩৫) এবং রনি তালুকদার (২৫)। আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় আহত সুমন তালুকদারের বড় ভাই বশির উল্লাহ তালুকদার বাদী হয়ে চাঁদপুর মডেল থানা এবং চাঁদপুর সেনাক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, গত ৩ ডিসেম্বর সকালে প্রতিবেশী রুমন পাঠান, চুন্নু পাঠান, মহসিন বেপারী, মোমেনা বেগম, আনোয়ার পাটোয়ারী, আমেনা বেগম ও ফয়েজ গাজী ভুক্তভোগী সুমন তালুকদার এবং তার পরিবারকে সম্পত্তিগত বিরোধে বাড়ির ছেড়ে চলে যেতে বলে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে উল্লিখিতরা সুমন তালুকদারেরকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। তার চিৎকার শুনে মনি বেগম এবং রনি তালুকদার এগিয়ে এলে তাদের উপর হামলা চালানো হয়। অভিযুক্তরা তাদের রক্তাক্ত জখম করে বসত বাড়ির দেয়াল ভাঙচুর, স্বর্ণালংকার ও দুটি গরু লুট করে নিয়ে যায়। এ সময় তাদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করান।
এ বিষয়ে ভুক্তভোগী সুমন তালুকদারের বড় ভাই বশির উল্লাহ তালুকদার জানান, অভিযুক্তরা নানাভাবে আমার ছোট ভাইয়ের পরিবারকে হুমকি-ধমকি দিয়ে আসছে। আমি চাঁদপুরের জেলা প্রশাসন কাছে আমার নিরীহ ছোট ভাইয়ের পরিবারের নিরাপত্তা এবং এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছে।