মোঃ জামিয়ার রহমান, জেলা প্রতিনিধি নীলফামারী।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, স্বাধীনতার পর বিভিন্ন আদর্শের সরকার ক্ষমতায় এলেও মানুষের বাস্তব উন্নয়ন হয়নি। তিনি বলেন, ৫৪ বছরে ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ কিংবা সমাজতন্ত্র জনগণের ভাগ্য বদলাতে পারেনি।
রোববার নীলফামারীর কিশোরগঞ্জে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, বিভাজন নয়— ঐক্য দিয়ে দেশকে এগিয়ে নিতে চায় জামায়াত। আগামী জাতীয় নির্বাচনে ৮টি ইসলামী ও দেশপ্রেমিক রাজনৈতিক দলের ঐক্যের মাধ্যমে অংশ নিতে চায় দলটি।
অনুষ্ঠানে ৯০টি ঘূর্ণিঝড় দুর্গত পরিবারকে ঢেউটিন দেওয়া হয়।