সেনবাগবাসীর হৃদয়ে জায়গা করে নেওয়া ওসি মিজানুর রহমানকে চোখ ভিজিয়ে বিদায়, প্রেসক্লাবের ক্রেস্টে সম্মাননা।

মোঃশামছুল হক শামীম
সেনবাগ উপজেলা নোয়াখালী।

সেনবাগবাসীর হৃদয়ে জায়গা করে নেওয়া ওসি মিজানুর রহমানকে চোখ ভিজিয়ে বিদায়, প্রেসক্লাবের ক্রেস্টে সম্মাননা।
সেনবাগবাসীর হৃদয়ে জায়গা করে নেওয়া ওসি মিজানুর রহমানকে চোখ ভিজিয়ে বিদায়, প্রেসক্লাবের ক্রেস্টে সম্মাননা।

নতুন কর্মস্থলে বদলি হওয়ার খবরে সেনবাগে তৈরি হয়েছে মিশ্র অনুভূতির পরিবেশ। প্রিয়, সৎ ও মানবিক অফিসার হিসেবে পরিচিত সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান যখন বদলির নোটিশ হাতে পেলেন, তখন সেটি অনেকের মনেই দুঃখ ছুঁয়ে যায়।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে সেনবাগ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাব সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন, এবং সদস্য শামসুল হক শামীম বিদায়ী ওসিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

সেনবাগ থানায় দায়িত্ব পালনকালে তার সেবা, আন্তরিকতা ও মানবিক আচরণে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন ওসি মিজানুর রহমান। আইন-শৃঙ্খলা রক্ষায় তার চৌকস নেতৃত্ব, দ্রুত অভিযানে তৎপরতা এবং মানবিক সহযোগিতা তাকে আলাদা পরিচয়ে পরিচিত করেছে।

বিদায়ী শুভেচ্ছা অনুষ্ঠানে বক্তারা বলেন, “চৌকস, নিষ্ঠাবান ও বিচক্ষণ অফিসার হিসেবে ওসি এসএম মিজানুর রহমান সেনবাগের আইন শৃঙ্খলা রক্ষার চ্যালেঞ্জে বীরদর্পে অবতীর্ণ হয়েছেন। তার বিদায়ে সেনবাগবাসী একজন আদর্শ অফিসারকে হারালো।”

ফুলগাজী থানায় তার নতুন দায়িত্বকে স্বাগত জানিয়ে তারা আরও বলেন, “আপনার নতুন কর্মস্থল হোক সফলতা ও বিচক্ষণতার নতুন দৃষ্টান্ত। আল্লাহ সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সর্বাঙ্গীণ সফলতা দান করুন।”

সেনবাগ উপজেলা প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে বিদায়ী এই অফিসারের নতুন কর্মস্থলের জন্য রইল আন্তরিক শুভকামনা ও অভিনন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *