
চলতি অক্টোবর মাসের প্রথম ছয় দিনে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ছয় হাজার ৭৩৪ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে শুধু গতকাল সোমবার (৬ অক্টোবর) একদিনেই প্রবাসীরা পাঠিয়েছেন এক হাজার ৫৭৩ কোটি ৮০ লাখ টাকা, যা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য।
মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময় অর্থাৎ অক্টোবরের প্রথম ছয় দিনে রেমিট্যান্স এসেছিল ৫৭ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় এ বছর একই সময়ে আয় কমেছে দুই কোটি ২০ লাখ ডলার বা প্রায় ৩.৮০ শতাংশ।
তবে সামগ্রিকভাবে চলতি অর্থবছরের শুরু থেকে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ২০২৫ সালের ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ৮১৩ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৭১১ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ, এই সময়ের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১০২ কোটি ১০ লাখ ডলার, যা শতাংশের হিসাবে ১৪.৩০% বৃদ্ধি।
বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহে এই উত্থান দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। তবে অক্টোবরের শুরুতে আয় কিছুটা কমে যাওয়ায় ভবিষ্যতের প্রবণতা পর্যবেক্ষণ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, রেমিট্যান্সের এই প্রবাহ ধরে রাখতে প্রবাসীদের জন্য আরও সহজ ও নিরাপদ অর্থ প্রেরণ ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি হুন্ডি প্রতিরোধে কড়াকড়ি এবং বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।