
মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের অংশ হিসেবে আজ সোমবার (৬ অক্টোবর) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমানের নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এছাড়া নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকাও আটক করা হয়। নৌকাটি পরে ৩৬ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
সরকার ঘোষিত ইলিশের প্রধান প্রজনন মৌসুম অর্থাৎ ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ থাকলেও কিছু অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামছেন। এই প্রেক্ষাপটে প্রশাসন যৌথ অভিযান চালায়। জব্দ করা অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা ইলিশ মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জাটকা ও মা ইলিশ রক্ষায় নদীতে তাদের এই অভিযান চলমান থাকবে।