
রাশিয়া থেকে ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ আজ সোমবার চট্টগ্রামের কুতুবদিয়া বর্হিনোঙ্গরে এসে পৌঁছেছে। mv PERTH I নামের এই জাহাজটি আজ (১৪ আশ্বিন) বন্দরে পৌঁছায়।
জানা গেছে, গত ৭ জুলাই ২০২৫ তারিখে এই গম আমদানির জন্য নগদ ক্রয় চুক্তি সম্পাদিত হয়েছিল।
দ্রুত গম খালাসের জন্য জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। মোট ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গমের মধ্যে ৩১ হাজার ৫০০ মেট্রিক টন চট্টগ্রামে খালাস করা হবে। আর অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।