নির্বাচন কমিশনের নতুন নিয়ম: প্রচারণায় ড্রোন ও এআই নিষিদ্ধ, থাকবে না পোস্টার

নির্বাচন কমিশনের নতুন নিয়ম: প্রচারণায় ড্রোন ও এআই নিষিদ্ধ, থাকবে না পোস্টার

আসন্ন নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও আচরণ বিধিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন নিয়মে নির্বাচনের দিন ও প্রচারণার সময় ড্রোন বা এ ধরনের কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না। একই সঙ্গে, পোস্টারের ব্যবহার পুরোপুরি বন্ধ করা হয়েছে।

এআই ও সাইবার বুলিংয়ের ওপর কঠোরতা

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বুধবার জানান, নতুন আচরণবিধি অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালালে শাস্তির বিধান রাখা হয়েছে। প্রার্থীর সাইবার বুলিং বন্ধেও পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, আচরণবিধি ভাঙলে প্রার্থীর ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে, আর রাজনৈতিক দলের ক্ষেত্রে দেড় লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। রাজনৈতিক দলগুলোকে তাদের ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর তালিকা এবং লিংক রিটার্নিং অফিসারকে জানাতে হবে।

প্রচার সামগ্রী ও অন্যান্য পরিবর্তন

এছাড়া, গণমাধ্যমের সংলাপ এবং সব প্রার্থীর এক মঞ্চে ইশতেহার ঘোষণার সুযোগ রাখা হয়েছে, যাতে রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট আসনের প্রার্থীদের নিয়ে একটি সাধারণ প্ল্যাটফর্ম থেকে তাদের ঘোষণাপত্র পাঠ করার ব্যবস্থা করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *