
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পুকুরে গোসল করতে নেমে শান্তনু কর্মকার (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
খুলনা সদর ফায়ার সার্ভিস স্টেশনের এক ফায়ারম্যান জানান, বিকেল ৩টার দিকে তারা খবর পান যে, কুয়েটের পুকুরে একজন শিক্ষার্থী ডুবে গেছেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মাত্র তিন মিনিটের মধ্যেই পানির নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, দুপুর ৩টার দিকে শান্তনু গোসল করতে বিশ্ববিদ্যালয়ের পুকুরে নামেন। দীর্ঘসময় পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় সহপাঠীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।