নাইজেরিয়ায় ভারি বৃষ্টিপাতের কারণে একটি বাঁধ ধসে গিয়ে সৃষ্টি হয়েছে আকস্মিক ভয়াবহ বন্যা। এতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১১৭ জন। উদ্ধারকর্মীরা জানাচ্ছেন, বহু মানুষ এখনো নিখোঁজ, তাদের নদীর পানিতে ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বুধবার রাতের টানা বর্ষণে নাইজার রাজ্যের মোকওয়া এলাকায় বাঁধটি ধসে যায়। মুহূর্তের মধ্যে পানি প্রবল বেগে লোকালয়ে ঢুকে পড়ে, ডুবিয়ে দেয় শত শত বাড়িঘর ও বসতি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মোকওয়া এলাকা, যেখানে কয়েক হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে।
নাইজেরিয়ার জরুরি পরিষেবা সংস্থার মুখপাত্র ইব্রাহিম হুসেইনি জানিয়েছেন, “আমরা এখন পর্যন্ত ১১৭টি মরদেহ উদ্ধার করেছি। নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।”
জলবায়ু পরিবর্তনের প্রভাবে নাইজেরিয়ায় বর্ষা মৌসুমে (মে থেকে সেপ্টেম্বর) আগের চেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে অপরিকল্পিত নগরায়ন, দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থা এবং বন্যাপ্রবণ এলাকায় নির্মাণ কার্যক্রম, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
উল্লেখ্য, গত বছরও দেশটিতে কয়েক দশকের মধ্যে ভয়াবহতম বন্যা হয়েছিল। সে সময় প্রাণ হারিয়েছিল প্রায় ১২০০ জন এবং বাস্তুহারা হয়েছিল ১২ লাখের বেশি মানুষ।
সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও পুনর্বাসনের কাজ চালিয়ে যাচ্ছে। তবে এমন দুর্যোগ মোকাবেলায় দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।