
ঢাকার জাতীয় প্রতিরক্ষা কলেজে (NDC) আয়োজিত এক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বক্তৃতা দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিসির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট রিয়ার অ্যাডমিরাল এ কে এম জাকির হোসেন, বাংলাদেশের তিন বাহিনীর শতাধিক কর্মকর্তা এবং বিদেশি সামরিক প্রতিনিধিরা।
রাষ্ট্রদূত ইয়াও তাঁর বক্তব্যে ২০২৫ সালকে একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে উল্লেখ করেন, যেটি জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনের বিজয় এবং বিশ্বব্যাপী ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের ৮০তম বার্ষিকী। তিনি বলেন, চীন একটি নিরাপত্তা দর্শনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যা শান্তিপূর্ণ, সহযোগিতাপূর্ণ ও দীর্ঘস্থায়ী সমাধানে বিশ্বাসী। আধিপত্য বিস্তার কিংবা একতরফা হস্তক্ষেপের কোনো স্থান চীনা নীতিতে নেই।
তিনি বলেন, চীন বাংলাদেশের সঙ্গে আরও গভীরভাবে কাজ করতে চায়—বিশ্বের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI), গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (GDI), গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ (GSI) ও গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ (GCI)-এর মাধ্যমে চীন ভবিষ্যতের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।
বক্তৃতার শেষে রাষ্ট্রদূত ইয়াও শ্রোতাদের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে—যেমন “ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি”, BRICS জোট, রোহিঙ্গা সমস্যা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক—নিয়ে মুক্ত আলোচনা করেন।