
পবিত্র আশুরা উপলক্ষে জাতিকে আশুরার আত্মত্যাগের শিক্ষা থেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বিবৃতিতে তিনি বলেন, কারবালার ঘটনা শুধু শোক ও স্মরণের নয়, বরং এটি সত্য ও ইনসাফ প্রতিষ্ঠার এক চিরন্তন অনুপ্রেরণা।
তিনি বলেন, “১০ মহররম ইসলামের ইতিহাসে এক স্মরণীয় দিন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.) এবং তাঁর সাথীরা কারবালার প্রান্তরে সত্য ও ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তাঁদের আত্মত্যাগ মানবতার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত।”
তারেক রহমান আরও বলেন, কারবালার আত্মত্যাগ বিশ্বব্যাপী নিপীড়িতদের সাহস যোগায়। জালিম শাসকের বিরুদ্ধে এই প্রতিরোধের চেতনা যুগে যুগে অনুপ্রেরণা হয়ে উঠেছে।
তিনি সমসাময়িক রাজনীতির প্রেক্ষাপটে বলেন, “গত ১৬ বছর ধরে দেশের মানুষ এক প্রকার রাজনৈতিক কারবালার মধ্য দিয়ে যাচ্ছে। গুম, খুন, মিথ্যা মামলা, গণতন্ত্রের অপহরণ ও জনগণের ভোটাধিকার হরণের মাধ্যমে এক ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে। দেশপ্রেমিক নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী রেখে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। এই নির্মমতা ও দমন-পীড়ন ইয়াজিদী শক্তিরই আধুনিক রূপ।”
তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, “ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ আমাদের দেখিয়েছে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়তে হয়। যতদিন না এই দেশে সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হচ্ছে, ততদিন আশুরার আদর্শে উজ্জীবিত হয়ে সংগ্রাম চালিয়ে যেতে হবে।”
শেষে তিনি শহীদ ইমাম হোসেন (রা.) এবং কারবালায় শাহাদাতবরণকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।