শারজাহতে ১০৭ ভিক্ষুক গ্রেপ্তার, জব্দ করা হয়েছে ১৭ লাখ টাকা

শারজাহতে ১০৭ ভিক্ষুক গ্রেপ্তার, জব্দ করা হয়েছে ১৭ লাখ টাকা
ভিক্ষার অর্থ হাতে এক নারী -ছবি খালিজ টাইমস

পবিত্র রমজান মাস শুরুর পর সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে ভিক্ষাবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে রমজানের প্রথম ১৫ দিনে ১০৭ ভিক্ষুককে গ্রেপ্তার করা হয়। এই সময় তাদের কাছ থেকে ৫০ হাজারের বেশি দিরহাম জব্দ করা হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকার সমান।

মঙ্গলবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

কর্মকর্তারা জানিয়েছেন, যাদের মধ্যে ৮৭ জন পুরুষ এবং ২০ জন নারী, মোট ১০৭ ভিক্ষুককে গ্রেপ্তার করা হয়েছে।

শারজাহর স্পেশাল টাস্ক বিভাগের পরিচালক জেনারেল ওমর আল গজল জানিয়েছেন, তাদের হটলাইন নম্বরে অনেক মানুষ ভিক্ষুকদের বিষয়ে তথ্য প্রদান করছে, যা ভিক্ষুকদের শনাক্তকরণ ও গ্রেপ্তারকে সহজ করেছে।

তিনি সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন, তারা যেন তাদের সহায়তা নিবন্ধিত চ্যারিটি সংগঠনগুলোর মাধ্যমে দেন, যাতে যারা সত্যিকার অর্থে অভাবে আছেন, তারা সেই সাহায্য পেতে পারেন এবং উপকৃত হন।

রমজান মাস আসলে আমিরাতে ভিক্ষুকের সংখ্যা বেড়ে যায়, কারণ এই সময়টায় মানুষ দান সদকা বাড়িয়ে দেন। এর সুযোগ নিয়ে অনেকেই ভিক্ষুক সেজে অর্থ সহায়তা গ্রহণ করেন। তবে কেউ যেন এই সুযোগ ব্যবহার করতে না পারে, সে জন্য শারজাহতে পুলিশের অভিযান জোরদার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *