
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম জানিয়েছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি একটি নতুন দল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের উদ্যোগ নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
সারজিস আলম বলেন, “আমরা বিশ্বাস করি, লাখো শহীদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য কাঙ্ক্ষিত রূপে গড়ে তোলা আমাদের দায়িত্ব। এ লক্ষ্যেই আমরা আমাদের লড়াই চালিয়ে যেতে চাই।”
তিনি আরও বলেন, “এই আন্দোলনের ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি একত্রিত হয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে।”
সারজিস জানান, “আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের কাছে মানিক মিয়া অ্যাভিনিউতে আমাদের নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে।