এমপিপি মেরি-মার্গারেট ম্যাকমাহনের সঙ্গে আলোচনা করছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

এমপিপি মেরি-মার্গারেট ম্যাকমাহনের সঙ্গে আলোচনা করছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন টরন্টোর বিচ-ইস্ট ইয়র্ক এলাকার এমপিপি এবং বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত বন্ধু মেরি-মার্গারেট ম্যাকমাহনের সঙ্গে এক সৌজন্য বৈঠক করেছেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় টরন্টোর বাংলা টাউনের নিকটবর্তী ড্যানফোর্থ এলাকায়, কানাডার স্থানীয় সময় সোমবার।

এই গঠনমূলক আলোচনায় দুই দেশের মধ্যে জলবায়ু সহনশীলতা, স্টার্টআপ ইকোসিস্টেম এবং নার্সিং ও পিএসডব্লিউ পেশায় বাংলাদেশের মানুষের কর্মসংস্থান নিয়ে আলোচনা হয়।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামও টরন্টোর মতো জলবায়ু পরিবর্তনের হুমকিতে রয়েছে। জলাবদ্ধতা এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবেলায় টরন্টোর প্রযুক্তিগত সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” তিনি নদী ও খাল পুনরুজ্জীবনে কানাডার অভিজ্ঞতা শেয়ার করার আহ্বান জানান।

স্টার্টআপ প্রসঙ্গে মেয়র বলেন, “চট্টগ্রামের তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে একটি কার্যকর ইনকিউবেশন সিস্টেম প্রয়োজন।” তিনি অন্টারিওর ‘Mars Discovery District’-এর মতো একটি হাব চট্টগ্রামে গড়ে তুলতে সহযোগিতার অনুরোধ জানান।

নার্সিং খাতে বাংলাদেশের দক্ষ জনশক্তির স্বীকৃতির ঘাটতির কথা তুলে ধরে তিনি কানাডায় কর্মসংস্থানের সুযোগ তৈরিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। মেয়র বাংলাদেশে যৌথভাবে একটি কানাডিয়ান ইনস্টিটিউট স্থাপনের সম্ভাবনাও উত্থাপন করেন।

বৈঠকে এমপিপি ম্যাকমাহন তিনটি ক্ষেত্রেই গভীর আগ্রহ প্রকাশ করেন এবং বলেন, “আমি সবসময় বাংলাদেশের পাশে থেকেছি, থাকব এবং ভবিষ্যতেও থাকব। এই সহযোগিতা আরও শক্তিশালী হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *